উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ১০ কেজি ইলিশের পোনা জব্দ করেছে মৎস বিভাগ। মঙ্গলবার (৪ এপ্রিল ) সকাল ১০ টায় দিকে উপজেলার বামরাইল ইউনিয়ন ঈদগাহ মার্কেট ও ১১ টায় দিকে শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে পৃথক দুটি অভিযান ১০ কেজি ইলিশের পোনা জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করে।
উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইদুজ্জামান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছগুলো ফেলে পালিয়ে যায় জেলেরা। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা। ঈদগা মার্কেট থেকে তিন কেজি ও শোলক ইউনিয়ন ধামুরা বন্দর থেকে সাত কেজি ইলিশের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনার মূল্য প্রায় ৫ হাজার টাকা। এগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।