তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, অতীতের সব সরকার কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করেছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের সম্মান ও মর্যাদা পুনপ্রতিষ্ঠিত করেছে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় জয়যুক্ত করার আহ্বান জানান পলক।
শনিবার দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে চলনবিল আন্তঃমাদ্রাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, উচ্চ শিক্ষিত পরিবারের সন্তানরা হলি আর্টিজানে হামলার মাধ্যমে জানান দিয়েছে বাংলাদেশের কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সাথে জড়িত নয়। মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তরে ইসলামী সংস্কৃতি চর্চার ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
সিংড়া দমদমা আল-জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, ওলামা লীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য আল আজাদ সানা, আওয়ামী লীগ নেতা দিদার হায়াত প্রমুখ।