22 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ লেখার কিছু সাহিত্য পাতা

কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

ভাঙ্গন (পর্ব – ৬)

আমার উস অইল । মাদবর সাব কইতে ছিল- : মজিদ মিয়া, তুমি এই হানে থাইক, আমি একটু আইতাছি । মাদবরের কতা হুনছি, তহনও চোউক খুইল্লা কিছু দেহি নাই, দেহার চেষ্টা করছি কিন্তু সব দেহি আন্দার ! পোলাডার কতা মোনে পড়ছে হেরেও দেহিনা, দুই পাশে আত দিয়া দ্যাকলাম, নাহ, আতেও কিছু বাজে নাই । কারোর কাছে জিগামু হেই বোল গলা দিয়া বাইরয় না । ইসারা করলাম মতন এ্যাক মহিলা আমার আত ধইরা জিগাইল – : কিছু কইবা ? তারে আমার কোলের দিগে দেহাইলাম, হেয় বুজলো কিনা বুজিনাই, তয় একটু পরেই আলাপ পাইলাম আমার গ্যাদাডা দূরে কান্তাছে । এইবার শরীলের ব্যক শক্তি দিয়া ওডোনের চেষ্টা করলাম আর দেহার লইগ্গাও চেষ্টা করলাম । এইবার একটু আবছার মতন কিছু দেহা যায় ।

আন্দাইরা রাইতে যেমন শক্ত কিছুরে ফিনফিন্না পাতলা মনে অয় হেইরম কিছু । গলাডা হুগাইয়া খড়খড়া অইয়া গেছে, একটু ভিজাইতে পারলে মনে অয় কতা কওন যাইতো । গলার মইদ্দে হুগাইয়া এমন ফাক অইয়া রইছে যেমন পাতার বাঁশির মইদ্দে বেশি ফাক থাকলে বাঁশি বাজেনা হেইরহম আমার গলাও ফাক অইয়া রইছে । কিছু কউতে গেলে হেই ফাক দিয়া ব্যাক বাইরইয়া যায় । শব্দ অয় না, খালি বাতাশডা বা্ইরইয়া যায় । হের পরেও আমি কিয়ের দফাইতে আছিলাম, হেই দফানির কষ্টে শইলো যেডুক বল আছিল হেইয়া শ্যাষ অইয়া গ্যাছে ! আবারও মাতাডা ঘুড়াইয়া কেমন যানি অইয়া গেলো । কিচ্ছু কইতে পারুম না । তই হেসে যেরে ধলপরের সুম আমার ঘুম ভাইঙ্গা গেছে, দেহি আমি এ্যাকখান সুন্দর খাডোত । অনেক সুন্দর বিছানাত ঘুমাইছি । কিনারে গ্যাদাডা হঘুমাই রইছে । ঐপিডো আরও কেউ ঘুমাইছিল, বালিশ দুইহান অহনও হাজাইন্না আছে ।

কিন্তু কোনও মানুষ তো দেহিনা ! এই সব চিন্তা মাতাত হানলেও আমার ভাবনের সময় নাই, কাইলকা বিয়ালের সুম এ্যকবার পেইচ্ছাব করছিলাম, অহন আবার প্যাড ফুইলা ওটছে । কোনদিক দিয়া কোনদিক যাইম হেই চিন্তায় অস্তির অইয়া গেছি । এই দিগে গেদাডাও মুইত্তা-টুইত্তা বিছানা নষ্ট করছে কিন্তু ওরে যাগাইনায় । বাইরের দিগে পক্কি বোলোনের আলাপ পাইয়া বুজ্জি বেহান অইছে তয় ঘরের মইদ্দে বোজোন যায়না । ডিম করা হ্যারিকেনের আলোতে যেডুক দেহা যায় হেডুক দেইক্কা আউজাইন্না দুয়ার খুইল্লা বাইরাছি । দুয়ার দিয়া বাইরইয়া দেহি ঘরের কিনারে মাইনষের অবাব নাই, খাতা-বালিশ ছাড়া মাইনষে যে এইরোম ঘুমাইতো পারে হেইয়া না দ্যাকলে বুজন যায়না ! কোনও মতে ব্যাক্কের মইদ্দে দিয়া বাইরাইছি ।

কিন্তু কোন হানে বদনি আছে হেইয়া তো জানি না তয় আন্তাজে ঘরের পিছে গেছি, হেইহানো কোনও বেড়া-টাট্টি দেহিনা, ওদিগে আর খোঁজনেরও সময় নাই, কোনও মতে এ্যাকটা গাছের গোরাত বইয়া কাম হারছি । হেসে আবার ঘরে গিয়া গেদাডারে বোহের লগে ধরছি । মনে অইল গেদাডা এ্যতক্ষণ এই আশায়ই আছি, মুহের লগে দুদটা ধরনের লগে লগে দুই আত দিয়া ধইরা খাওন বাজাইছে । অহন আবার আমার মনে অইতে লাগল গ্যদার বাহের কতা । মানুষটার কী অইল ? হেয় কি বাঁইচা নাই ? যতি থাহে হেইলে কোন হানে আছে ? কই ঘুমাইছে, কি খাইছে ? এই মতন ম্যালা কোচ্চেন মোনে অইল । হের পরেইদা মোনে অইল মজিদ মিয়ার কতা, হেয় কৈ ? হেরে কি কেউ খাইতে দিছে ? কোনহানে হুইছে মানুষটা ? আমার লগে রাইতকা কে হুইছিল ? মাদবর সাব গেলো কৈ ? আমি যেইহানো হুইছি হেইডা ক্যার ঘর ? (চলবে)

সম্পর্কিত পোস্ট

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

banglarmukh official

ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে: ড. ইউনূস

banglarmukh official

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা

banglarmukh official

সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

banglarmukh official

আসিফ নজরুলকে হেনস্তা, যা খতিয়ে দেখতে বললেন রাষ্ট্রদূত আনসারী

banglarmukh official

আমরা একে অপরের ভাই, কেন দ্বন্দ্বে জড়াবো: আদালতে আমু

banglarmukh official