বরিশাল নগরীর রুপাতলী এলাকার সন্তান ব্যবসায়ী মাহাবুব মোল্লা (৬৫) করোনা আক্রান্তের মারা গেছেন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহাবুব মোল্লা রাজধানীর বাসভবনে অবস্থানকালে গত ১৬ এপ্রিল জ্বর-শ্বাসকষ্টসহ বুক ব্যথা অনুভব করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে- ২১ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থার তার শারীরিক অবনতি ঘটলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে বুধবার সকালে তার মৃত্যু ঘটে।
এই তথ্য মাহাবুব মোল্লার নিকটআত্মীয় আওয়ামী লীগ নেতা সুরুজ মোল্লা নিশ্চিত করেন।’