কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস এবং ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার বাসা থেকে কীর্তনখোলা লঞ্চের মালিক ফেরদৌস এবং নগরীর বটতলা থেকে ঢাকা ব্যাংকের ম্যানেজার কাজী জাফর হাসান ও ক্রেডিট ইনচার্জ মো. হাসান আলীকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় পরিচালক আবু সাঈদ জানান, মঞ্জুরুল আহসান তার প্রতিষ্ঠান মেসার্স মঞ্জুরুল আহসান অ্যান্ড কোংয়ের নামে ৬ বছর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র দিয়ে জালিয়াতির মাধ্যমে ঢাকা ব্যাংক বরিশাল শাখা থেকে সাড়ে ৫ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ এর সত্যতা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।তাদের কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।