বরগুনার আমতলীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে রেদওয়ান নামের এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাঈম (২৫) আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসিন্দা মো. মনিরুল ইসলাম টুকুর ছেলে।
বুধবার সকালে আমতলীর বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আমতলী বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রর সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আমতলী থানার ওসি শহিদ উল্যাহ জানান, পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীকে মারধরের খবর শুনে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।