বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে বিশেষ আদালতে হাজিরা ও কার্যক্রম শেষে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে।
সোমবার (১ এপ্রিল) সকালে তার ব্যবহারিক জিনিসপত্র বিএসএমএমইউ হাসপাতালে পূর্ব নির্ধারিত ৬১১-৬১২ কেবিনে নেয়া হচ্ছে। সেখানে খালেদা জিয়ার নিরাপত্তা ও সেবার জন্য ২ জন মহিলা এবং ২ জন পুরুষ কারারক্ষী পাঠানো হয়েছে।
খালেদা জিয়ার ব্যবহারিক জিনিসপত্র বিএসএমএমইউ হাসপাতালে পূর্ব নির্ধারিত কেবিনে নেয়া- ছবি: সংগ্রহ।
রোববার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন, কারা অধিদফতরের কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসক ডা. শুভ।
বিএসএমএমইউ হাসপাতাল সূত্র জানায়, সোমবার হাসপাতালে খালেদা জিয়ার আগমন উপলক্ষে তার নিরাপত্তা ঘিরে হাসপাতালের কেবিন ব্লকের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত আনসারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সোমবার বিশেষ আদালতের কার্যক্রম শেষে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হবে। বিএসএমএমইউ এর চিকিৎসা শেষে তাকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের অত্যাধুনিক মহিলা কেবিনের সেলে রাখা হতে পারে এমনটাই মন্তব্য করেছেন, কারা অধিদফতরের কর্মকর্তা টিপু সুলতান।
এর আগে গত ১০ মার্চ খালেদা জিয়াতে বিএসএমএমইউতে আনার সকল প্রস্তুতি থাকলেও তিনি আসেননি।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।