এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া ঢাকা প্রচ্ছদ

গাজীপুরে বিল্লাল হত্যায় ১৩ জনের ফাঁসির আদেশ

প্রায় দুই যুগ আগে গাজীপুরের কালীগঞ্জে বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় ৭ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর বিল্লাল হোসেন খুন হয়। এ ঘটনায় ওই সময় তার ভাই মো. জালাল উদ্দিন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর সোমবার দুপুরে ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ১৩ জন আসামীকেই মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৬ জন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফালান, কাদির, ছাদির আলী, কালাম, বাজিত, আজিজ, ওসমান, আ. ছামাদ, হুমায়ুন, রুস্তম, ফারুক, মানিক, আলম। তাদের সকলের বাড়ি কালীগঞ্জের বাহাদুর শাদী এলাকায়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না

banglarmukh official