চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ১০ দিন আগের এ ঘটনায় গত মঙ্গলবার বিকালে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় রুবেল দাশ (২৫) নামে এক তরুণকে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী বলেন, ‘গত ২৪ মার্চ আনোয়ারা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে তাদের পাশের বাসার বাসিন্দা রুবেল দাশ জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। রবেলকে গ্রেফতারে অভিযান চলছে।’
স্থানীয়রা জানান, ঘটনা জানাজানি হলে রুবেল স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে ওই শিশুর বাবা রাজি না হয়ে মামলা করেন।