চিকিৎসক কামরুল আজাদ ও টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার।
চিকিৎসক কামরুল আজাদ ও টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার।
করোনাভাইরাসের এই দুর্যোগে সেবা দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় বরগুনার চিকিৎসক কামরুল আজাদ (৪১) ও বরিশালের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদারের (৩০) প্রশংসায় পঞ্চমুখ সবাই। প্রথম আলো অনলাইনে তাদের দুজনকে নিয়ে করোনার দিনে টানা এক মাস চিকিৎসা দিচ্ছেন কামরুল এবং করোনার দিনে ‘সত্যিকারের নায়ক’ বিভূতিভূষণ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেগুলো সবার নজর কাড়ে।
বরগুনা জেলারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল আজাদকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদারকে সাহসিকতাপূর্ণ কাজের জন্য শুভেচ্ছা জানিয়ে ও উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছে বরিশালের প্রশাসন ও পুলিশ বিভাগ। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও নগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন ফুল, ফল ও নগদ অর্থ পাঠিয়ে বিভূতিকে শুভেচ্ছা জানান।