এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

জিততে ভুলে যাওয়া চেন্নাইয়ের সামনে উড়তে থাকা ব্যাঙ্গালুরু

আইপিএলে হাইভোল্টেজ এক লড়াইয়ে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দুই দলের অবস্থান বলতে গেলে দুই মেরুতে। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাই এবার চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। ভাগ্যবদলের আশায় গত ম্যাচে তারা একাদশে নেয় লঙ্কান বিস্ময় স্পিনার মাহিশ থিকসানাকে। কিন্তু তিনি বলার মত কিছুই করতে পারেননি। আজ চেন্নাই একাদশে দেখা যেতে পারে যুবদলের সেনসেশন রাজবর্ধন হাঙ্গারজিকারকে।

অন্যদিকে, প্রথম ম্যাচে বিশাল স্কোর গড়ে হারলেও গত তিন ম্যাচেই জয় নিয়ে রীতিমত উড়ছে ব্যাঙ্গালুরু। তাদের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি যদিও প্রত্যাশা মেটাতে পারেননি শেষ তিন ম্যাচে। তবে মিডল অর্ডারে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা থাকায় সে অভাব বোধ হয়নি।

এদিকে ব্যক্তিগত কারণে আইপিএলের মাঝপথে সরে গেছেন ব্যাঙ্গালুরু পেসার হর্ষল প্যাটেল। তার বদলে আজ একাদশে জায়গা করে নেওয়ার কথা অসি পেসার জশ হ্যাজেলউডের।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
রবিন উথাপ্পা, রিতুরাজ গাঁইকদ, মঈন আলি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারজিকার।

ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ডেভিড উইলি/জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিদ্ধার্থ কাউল, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official