রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। পাশাপাশি নিহতদের পরিবার আর্থিক সহায়তাও পাবে।
আজ রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আজ দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৩জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনসহ ৪জন মারা যান। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ২০জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে ঊধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।