17 C
Dhaka
ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

তাকে হারিয়ে বিধ্বস্ত বলিউড

গতকাল ইরফান খান আর আজ চলে গেলেন আর এক শক্তিশালী বলিউড অভিনেতা ঋষি কাপুর। এতে রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়েছে বলিউড। বলিউড ভাসছে শোকের সাগরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ভারতের অভিনেতা, অভিনেত্রীরা একের এক শোকাহত টুইট করছেন।

অমিতাভ বচ্চন তার টুইটে লিখেছেন, ‘তিনি চলে গেলেন–! ঋষি কাপুর… চলে গেলেন… মাত্রই চলে গেলেন… আমি বিধ্বস্ত।’

‘হৃদয় ভেঙে গেছে… শান্তিতে ঘুমাও… আমার প্রিয়তম বন্ধু’ এভাবেই রজনীকান্ত তার শোকবার্তা জানিয়েছেন।

আনুসকা শর্মা বলেন, ‘আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমার বিশ্বাসই হচ্ছে না। গতকাল ইরফান আর আজ….!’

এদিকে প্রিয়াংকা চোপড়া লিখেছেন, ‘আমার হৃদয় ভারাক্রান্ত।একটা যুগের শেষ হয়ে গেলো। ঋষি স্যারের মতো এমন মহৎ হৃদয় ও অপরিমেয় মেধাবী আর কখনই আসবে না..।’

কঙ্গনা রাউতের টুইট, ‘তিনি এমন একজন প্রানবন্ত, হাস্যেজ্জ্বল এবং বন্ধুবৎসল মানুষ… অভিনেতা হিসেবে যিনি সবসময় উৎসাহ দিতেন ও প্রশংসা করতেন…।’

লাস্যময়ী মাধূরী দিক্ষিত লিখেছেন, ‘আমার ঋষিজির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। জীবন্ত মানুষের চেয়েও বেশকিছু ছিলেন তিনি, এতটা দিলখোলা, উদার।’

‘ইরফানের শোক শেষ হতে না হতেই ঋষি কাপুর চলে গেলেন’ বলে মনোজ বাজপেয়ী শোক প্রকাশ করেছেন।

রিতেশ দেশমুখ তার শোকবাণীতে লিখেছেন, ‘আমার হৃদয়, মননে ও প্রার্থনায় থাকবে নিতুজি, রিদিমা, রনবীর– পুরো কাপুর পরিবার এবং ভালোবাসার মানুষগুলো।’

নায়ক অক্ষয় কুমার তার টুইটে লিখেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে আমার দুঃস্বপ্নের ভেতরে আছি… মাত্রই হতাশাজনক এ সংবাদ শুনলাম।’

‘কয়েকমাস আগে তার সাথে দেখা হওয়ার কথা স্মরণ করছি… এই সন্ধ্যাটা আমার কাছে সারাজীবন উষ্ণ ও স্মরণীয় হয়ে থাকবে।’ স্মৃতি হাতড়ে লিখেছেন জেনেলিয়া দেশমুখ।

তামান্না ভাটিয়া লিখেছেন, ‘আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে… এই দুঃসংবাদ থেকে আবার জেগে উঠুন ঋষিকাজি… কাপুর পরিবারের প্রতি শোক জানাচ্ছি।’

‘একজন পরিচালক হিসেবে তোমার মতো করে কোন অভিনেতা এতটা সম্মান আমাকে করেনি, তুমিও এমনই ছিলে। তুমি এমনই ছিলে…’ পরিচালক নিখিল আদভানি তার শোকবার্তা এমন করেই প্রকাশ করেছেন।

‘নয়নভরা জল নিয়ে লিখছি… তিনি অভিনেতা হিসেবে আমার কাছে ছিলেন ভাই, বাবা এবং সবশেষে হিরোর মতো’ উর্মিলার শোকবার্তায় লেখা হয়েছে এমন কথা।

এভাবেই বলিউডের অভিনতা, অভিনেত্রী, নায়ক, নায়িকা, পরিচালক — সকলেই সত্যিকারের একজন লিজেন্ডের মৃত্যুতে শোকাগ্রস্থ হয়ে পড়েছেন।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official