নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলা বন্দর থানা এলাকাধীন চাঁদপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বলরাম চৌকিদারের বসত ঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে তার বোন আরতি ও ভাগিনা অসিমের বিরুদ্ধে। শনিবার বিকেল ৩ টায় এমন ঘটনা ঘটেছে জানা যায়।
বলরাম চৌকিদার অভিযোগ করে বলে, আমি আর আমার ছেলের বৌ ঘড়ের ভিতরে ছিলাম। হটাৎ আরতি ও অসিম বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে ধারালো দা দিয়ে ঘড়ের বিভিন্ন স্থানে কোপ শুরু করে এবং ভাংচুর করে। বারবার আমাদের ঘর থেকে বের হতে বলে এবং প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন যাবত তারা বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করছে আর এখন তারা গাছের ডাব পেরে নেয়ার মিথ্যা অভিযোগ দিয়ে তারা এই ভাংচুর চালিয়েছে। যেখানে গ্রাম বাসির জান মালের রক্ষায় নিযেকে নিয়োজিত রাখি সেখানে আমার বাড়ির উপর এই হামলা চালিয়েছে। এটা খুবি কষ্ট দায়ক। প্রশাসনের কাছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
বরিশাল বন্দর থানা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।