অযোগ্য হলে দু’একটির বেশি সিনেমায় কাজ করার সুযোগ পেতাম না জানিয়ে সালমানের ভাই আরবাজ খান বলেছেন, অনেকেই আছেন, যারা দু’একটি সিনেমায় কাজ করার পর হারিয়ে গেছেন। কিন্তু আমি দীর্ঘদিন বলিউডে টিকে আছি এবং ৭০টির মতো সিনেমায় অভিনয় করেছি। আমার গ্রহণযোগ্যতা আছে বলেই তা সম্ভব হয়েছে, অন্যের জোরে নয়।
আরবাজ খান বলেন, বলিউডে নিজের যতটুকু অর্জন কিংবা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তার সবটুকু নিজের যোগ্যতায় করেছেন, সালমান খানের জোরে নয়। কঠোর পরিশ্রম, মেধা-যোগ্যতার বলেই তা করতে পেরেছেন বলে সম্প্রতি ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন আরবাজ খান।