কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (০১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
দলটির কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় বেলা ১২ টার দিকে উপজেলায় বিভিন্ন সড়কে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।
সীমান্ত কমপ্লেক্স মার্কেটের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের পুরান বাজার ঘুরে উপজেলা চত্বরের পাশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস।
সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন,‘শেখ হাসিনার সরকার অবৈধ। তারা সরকার গঠন করার সাথে সাথে, সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে অবৈধ সরকারের বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সবকিছুর দাম মানুষের হাতের নাগালে আনতে হবে।’
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. ইকলিল আজম, মো. শরীফূল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওসমান হারুনুর রশিদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সানাউল্লাহ, বায়েক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।