এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরগুনায় প্রশ্নফাঁস চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং উত্তর বিতরণ চক্রের মূল হোতা হুমায়ুন কবীরসহ এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে বরগুনা জেলা পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন পরীক্ষার্থীও রয়েছেন। দেশের ১২ জেলায় শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার বিজয় বসাক।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটির মূলহোতা হুমায়ূন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে পাস করে রাজধানী ঢাকায় সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজিপুরা গ্রামে। তার বাবার নাম মৃত শাহ আলম হাওলাদার।

পুলিশ সুপার বিজয় বসাক জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং পুলিশ সদর দফতরের সহয়তায় গত তিনদিন ধরে এই চক্রটির দিকে নজর রাখছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় বরগুনা শহরের বিভিন্ন এলাকায় এবং শুক্রবার সকালে একাধিক পরীক্ষার হলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে নগদ দুই লাখ ৫৮ হাজার টাকা, পরীক্ষার হলে উত্তর সরবরাহের জন্যে আধুনিক প্রযুক্তির ৭টি ডিভাইস ও ৫টি ক্ষুদ্র হিয়ারিং ডিভাইস, ২৩টি মোবাইল এবং ৬টি প্রবেশপত্র উদ্ধার করেছে পুলিশ।

 

এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে পুলিশ সুপার আরও জানান, মোটা অংকের অর্থের বিনিময়ে প্রথমে প্রশ্নফাঁস করে পরে আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে অতিসুক্ষ্ম ও ক্ষুদ্র হিয়ারিং ডিভাইসের মাধ্যমে পরীক্ষার হলে উত্তর সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছিল এ চক্রটি। তবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official