নিজস্ব প্রতিবেদক:
করোনা দূর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর নিবির পর্যাবেক্ষনে এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সার্বিক ব্যাবস্থাপনায় গভীর রাতে কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা।
প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে, এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সার্বিক ব্যাবস্থাপনা মাফিক “নগরীর প্রতিটি হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্য-সামগ্রী পৌছে দেয়া হচ্ছে |
কর্মসূচী” গতকাল ছিলো ২৮ তম দিন | গতকাল পর্যন্ত আনুমানিক ৫০,০০০ হাজার এর অধিক পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন,বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ |
বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দিন রাত অক্লান্ত পরিশ্রমে ও সার্বিক ব্যবস্থাপনায় দলমত ধর্ম নির্বিশেষে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
গতকাল রাত্রে নগরীর ১১ নং ও ১৮ নং ওয়ার্ড এর জনগনের মাঝে আনুমানিক ৩ হাজার পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয় |
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রথমে, বলেছিলেন ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিবেন,কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক পরিবার এর মাঝে এই খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন,, এবং এক বার্তায় সিটি মেয়র জানিয়েছেন এই নগরীর প্রতিটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া কর্মসূচী কার্যক্রম চলমান থাকবে, এবং নগরীর একটি অসহায় পরিবার ও এই খাদ্যসামগ্রী পৌছে দেয়া কর্মসূচী র বাইরে থাকবেনা।