খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে নগরীতে সমাবেশের ঘোষনা দিয়েছে বিএনপি। পুলিশের অনুমতি না পেলেও আগামী ৭ এপ্রিল বরিশাল নগরীতেই বিএনপির মহাসমাবেশ করা হবে বলে হুশিয়ারী দেয় বিএনপির যুগ্ম মাহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। যার ফরে বৃহস্পতিবার থেকেই বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশী অভিযান শুরু করে পুলিশ। পুলিশের তল্লাশী অভিযান টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন পলাতক।
সূত্র জানায়, নগরীতে পুলিশের তল্লাশী অভিযানে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর আলম মঞ্জুকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর অক্সফোড মিশন রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে। মঞ্জুর আটকের সংবাদে বিএনপি নেতাকর্মীদের মাঝে আতংক ছড়িয়ে পড়লে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এছাড়া সন্ধায় বরিশাল কোতোয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবুকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। আটকের বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই শামিম জানায়, ছাত্রদল নেতা মশিউর রহামান মঞ্জুর নামে রাজনৈতিক বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলার আসামি বিধায় তাকে আটক করা হয়েছে।