পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কার্যক্রম ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় তিন প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হোসেন এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
সরকারি নির্দেশ উপেক্ষা করে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে রোগ সংক্রমন আইন অনুযায়ী নগরীর লাইন রোডে আর.এফ.এল কোম্পানির একটি শোরুম কে ২০ হাজার টাকা ও একই স্থানে ইলেকট্রনিক দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অতিরিক্ত মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রির অপরাধে নগরীর চকেরপুল এলাতায় হাদি জাহাঙ্গীর স্টোরস নামক এক ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও নগরীর কাঠপট্টি, লাইন রোড, পিয়াজপট্টি, চকেরপুল, বাজার রোড, নাজিরের পুল ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় সামাজিক দূরত্ব নিশ্চিৎ, অকারণে বাইরে ঘোরাফেরা করা মানুষদের ঘরে ফেরানো ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য জনসমাগম না করাসহ জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের সগযোগীরা।
তাছাড়া অতিরিক্ত দামে বেগুন ও আদা বিক্রির অভিযোগ পেয়ে বিভিন্ন বাজারে তদারকি মূলত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিম। তবে অভিযোগের সত্যতা না পেলেও মূল্যবৃদ্ধি না করার বিষয়ে সকলকে সচেতন করা হয়