স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
বরিশাল জেলাস্থ বানারিপাড়া উপজেলার সলিয়া বাকপুর একটা বড় ইউনিয়ন। অত্র ইউনিয়নের যুব সমাজ মিলে গড়ে তুলেছেন বাকপুর ব্রাদার্স নামে একটি ক্লাব। বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করে এই ক্লাবের সদস্যরা। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারো ১৪২৬ বৈশাখ উপলক্ষে বাকপুর ক্লাব আয়োজন করছে বৈশাখি মেলার।
এ মেলায় নাচ,গান,ফানুস ওড়ানো, খুদ্র নাট্য সহ বিভিন রকম ফানি বিনোদনের আয়োজন করা হয়েছে।
বাকপুর ক্লাব এর সভাপতি কাজি আসাদ বলেন, আমরা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করি।আর তার পাশাপাশি এলাকার মানুষের বিনোদনের জন্য বৈশাখি মেলার আয়োজন করেছি।
ছবি: শাওন অরন্য।
নাচে অংশ গ্রহণ করেন বরিশালের সনামধন্য থ্রি এস ড্যান্স গ্রুপের আলিফ ইসলাম, তাসফিয়া ইসলাম মিম, ছান্দিয়া ইসলাম রোজা। গান পরিবেশন করেন বরিশালের উইন্সাম গুপের রাখি এবং টুম্পা খন্দকার। নাট্য পরিবেশনা করেন এলাকার যুবসমাজ।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।