21 C
Dhaka
ফেব্রুয়ারি ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল বিনোদন

বাকপুর ব্রাদার্স এর আয়োজনে বৈশাখি মেলা

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

বরিশাল জেলাস্থ বানারিপাড়া উপজেলার সলিয়া বাকপুর একটা বড় ইউনিয়ন। অত্র ইউনিয়নের যুব সমাজ মিলে গড়ে তুলেছেন বাকপুর ব্রাদার্স নামে একটি ক্লাব। বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করে এই ক্লাবের সদস্যরা। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারো ১৪২৬ বৈশাখ উপলক্ষে বাকপুর ক্লাব আয়োজন করছে বৈশাখি মেলার।

এ মেলায় নাচ,গান,ফানুস ওড়ানো, খুদ্র নাট্য সহ বিভিন রকম ফানি বিনোদনের আয়োজন করা হয়েছে।

বাকপুর ক্লাব এর সভাপতি কাজি আসাদ বলেন, আমরা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করি।আর তার পাশাপাশি এলাকার মানুষের বিনোদনের জন্য বৈশাখি মেলার আয়োজন করেছি।

ছবি: শাওন অরন্য।

নাচে অংশ গ্রহণ করেন বরিশালের সনামধন্য থ্রি এস ড্যান্স গ্রুপের আলিফ ইসলাম, তাসফিয়া ইসলাম মিম, ছান্দিয়া ইসলাম রোজা। গান পরিবেশন করেন বরিশালের উইন্সাম গুপের রাখি এবং টুম্পা খন্দকার। নাট্য পরিবেশনা করেন এলাকার যুবসমাজ।

ছবি: শাওন অরন্য।

ছবি: শাওন অরন্য।

ছবি: শাওন অরন্য।

ছবি: শাওন অরন্য।

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official