শেখ সুমন :
নরপিশাচ শিক্ষকের লালসার শিকার হলো তৃতীয় শ্রেনির ছাত্রি আতিকা ইসলাম মিম(৭)। ঘটনাটি ১১ এপ্রিল বুধবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালি বাজারে।
ঘটনাসূত্রে জানা যায় কামারখালি বাজারে ইলিয়াস মাওলানা পরিচালিত ইসলামিক প্রি ক্যাডেট কিন্ডারগার্ডেন এর শিক্ষক শহিদুল ইসলাম (৫০)’র লালসার শিকার হন ঐ স্কুলের তৃতীয় শ্রেনির ছাত্রী মিম, ঘটনার জানাজানি হলে স্থানীয় জনগন উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা শিকার করে শর্শি ফাঁড়ির ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন ধর্ষক শহিদুল ইসলাম কে আমরা হেফাজতে নিয়েছি তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন ও ধর্ষনের অপরাধে মামলা রুজু করা হচ্ছে।