বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের সকল উদ্যোগই ‘বড়লোক-টাকাওয়ালা’দের জন্য নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, সরকার প্রণোদনা দিচ্ছে হাজার হাজার কোটি টাকা। সেটা পাবেন কারা? ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী কে? এরা ব্যাংকের মালিক, এরা গার্মেন্টসের মালিক। যা কিছু হচ্ছে সব বড় লোকদের জন্য। আজকে আমরা শুনতে পারছি- টাকাওয়ালা লোক, বড়লোক- তাদের জন্য স্পেশাল হাসপাতাল বানানো হচ্ছে যদি করোনা হয় সেখানে তারা যাবে।
“আর গরিব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য কোনো ব্যবস্থা সরকার করেনি। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ ওরা মরে যাক, রাস্তার মধ্যে ওদের লাশ থাকুক-এটা হচ্ছে এই সরকারের নীতি।”
বিত্তবানদের আলাদা হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলে তা সংবিধানপরিপন্থি হবে বলেও মন্তব্য করেন রিজভী।
পরিস্থিতি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তামূলক প্রস্তুতি না নেওয়ার জন্য সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।