স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) তরুণ স্বেচ্ছাসেবীদের একটি সামাজিক সংগঠন। যারা Sustainable Development Goal (SDG) কে নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় এসডিজি গোল ৩,৪ ও ৫ কে লক্ষ্য করে গত ২৫ শে এপ্রিল ভিবিডি বরিশাল কর্তৃক আয়োজন করা হয় প্রোজেক্ট “শ্রেষ্ঠত্বে নারী”।
প্রোজেক্টটি বরিশাল জেলার গ্রামীণ এলাকার একটি স্কুল “দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়” এর নবম ও দশম শ্রেণির মোট ১০০ জন ছাত্রী কে নিয়ে করা হয়। পুরো প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম স্যারের সার্বিক সহযোগিতায়। সম্পূর্ণ প্রোগ্রাম টি ৪ টি সেশনে বিভক্ত ছিল। আর প্রত্যেকটি সেশনের বিষয়বস্তু ছিল এসডিজি (গোল ৩,৪ ও ৫ নং) কেন্দ্রীয়।
ছবি: শাওন অরন্য।
সকাল ১০ টায় অনুষ্ঠানটির সূচনা হয় স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে।
তিনি বলেন, এমন প্রোগ্রাম বাচ্চাদের জন্য শিক্ষণীয়। আশা করছি আজও ওরা নতুন নতুন অনেক অজানা তথ্য জানবে। তাছাড়া দৈনন্দিন ক্লাসের মাঝে এমন প্রোগ্রাম ওদের উৎসাহী করে তোলে।
উক্ত অনুষ্ঠানে স্কুলের সিনিয়র শিক্ষক এ এম এম এ সালাম ও উপস্থিত ছিলেন। তিনি জানান, ” পাঠ্যপুস্তক সব সময় সকল বিষয়ে শিক্ষা দিতে সফল হয় না। সেক্ষত্রে এমন শিক্ষামূলক অনুষ্ঠান আনন্দ প্রদানের সাথে সাথে শিক্ষাও দিয়ে থাকে।” তার পরপরই মূল প্রোগ্রাম শুরু হয়।
ছবি: শাওন অরন্য।
শুরুতেই আলোচনা ব্যাক্ত করেন ভিবিডি বরিশাল জেলার প্রেসিডেন্ট মোঃ সৌরভ তালুকদার এবং ভিবিডি-বরিশাল জেলার জেনারেল সেক্রেটারি আবু নাঈম। তারা দু’জন নারীদের অধিকার নিয়ে সকলকে সচেতন করেন সেই সাথে বিশ্বব্যাপী নারীর অবস্থান তুলে ধরেন সকলের কাছে।
পরবর্তী সেশন ছিল “উইমেন হেল্থ”। সেশনটির আলোচক ছিলেন তন্বী দাস (ভাইস-প্রেসিডেন্ট, ভিবিডি বরিশাল)। তিনি মেয়েদের জানিয়েছেন পিরিয়ড কি? পিরিয়ড কালীন সময় একজন মেয়ে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয় আর এই সময়ে কি করা উচিত আর কি নয়। পিরিয়ড কোন ট্যাবু জিনিস নয় যে এ বিষয়কে লুকিয়ে রাখতে হবে। তার পরবর্তী সেশনে মেয়েদের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করেন জিনিয়া ইসলাম (ভলান্টিয়ার, ভিবিডি বরিশাল)।
ছবি: শাওন অরন্য।
তার আলোচ্য বিষয় ছিলো “সেক্সুয়াল অ্যাবিউজ”। এই সেশনে আলোচিত হয়েছে কেন একজন নারী সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, এমন পরিস্থিতি তে একজন নারীর করণীয়গুলো কি কি, এসব অ্যাবিউজ প্রতিরোধ ও প্রতিকারের উপায়। সাথে মেয়েদের জানানো হয় এ সম্পর্কিত আইনসমূহ।
ছবি: শাওন অরন্য।
পরবর্তী সেশন ছিল সমতার। মনে এসডিজি গোল নাম্বার ৫ “জেন্ডার ইকুয়ালিটি”। নারীর অগ্রগতিতে বড় বাঁধা হচ্ছে পুরুষ, সমাজ, সমাজস্থ মানুষ ও তাদের দৃষ্টিভঙ্গি। সেশনটির আলোচক ছিলেন আনিকা যারীন শিফা (কমিটি মেম্বার, ভিবিডি বরিশাল) ও ফখরুল ইসলাম জিলানী (প্রোজেক্ট অফিসার, ভিবিডি বরিশাল)। এখানে তারা তুলে ধরেছেন জেন্ডার ইকুয়ালিটি কি, একজন নারী ঠিক কোন কোন ক্ষেত্রে বৈষম্যের শিকার, জেন্ডার ইকুয়ালিটি কেন জরুরি এবং সমাজ থেকে নারীবৈষম্য দূর করতে আমরা কি করতে পারি।
ছবি: শাওন অরন্য।
সর্বশেষ সেশন ছিল কোয়ালিটি এডুকেশন এন্ড ক্যারিয়ার। নিয়েছিলেন আফতাহি ইসলাম নয়ন (হিউম্যান রিসোর্স অফিসার, ভিবিডি বরিশাল)। যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল কোয়ালিটি এডুকেশন কি, একজন নারীর জন্য কোয়ালিটি এডুকেশন কেন জরুরি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিৎ, ইত্যাদি।
ছবি: শাওন অরন্য।
দেখানো হয় কিভাবে গড়তে হবে সাফল্যময় ক্যারিয়ার। একটু ধৈর্য্য, পরিশ্রম আর অধ্যবসায়ই পারে একজন মানুষকে সাফল্যের পথ দেখাতে। সর্বশেষে প্রোগ্রামটি দুপুর ১:৩০ মিনিটে শেষ করা হয়।
ছবি: শাওন অরন্য।