রেজুয়ানুর রহমান সফেন:
আপাতত আশা দেখাচ্ছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়৷ কারণ সেখানে শুরু হল মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা৷ বিজ্ঞানীদের আশা সেপ্টেম্বরের মধ্যে ফল মিলবে৷
মহিলা বিজ্ঞানীর শরীরেই প্রথম শুরু হল করোনা ভ্যাকসিনের পরীক্ষা,গোটা বিশ্ব তাকিয়ে অক্সফোর্ডের দিকে
করনোর ভ্যাকসিন কবে আসবে? ভ্যাকসিনেই একমাত্র মুক্তি এই মারণ রোগ থেকে৷ এই বিষয়টি স্পষ্ট হয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ কিন্তু বিজ্ঞানীরা কবে সেই লড়াইয়ের সরঞ্জাম তৈরি করতে পারবে, সেটাই এই লাখ টাকার প্রশ্ন৷ আপাতত আশা দেখাচ্ছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়৷ কারণ সেখানে শুরু হল মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা৷ বিজ্ঞানীদের আশা সেপ্টেম্বরের মধ্যে ফল মিলবে৷
আপাতত দু’জনের শরীরে শুরু হয়েছে পরীক্ষা৷ ৮০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে বেছে নেওয়া হয়েছিল দু’জনকে৷ তবে প্রথম যার শরীরে ইঞ্জেকশন পুশ করা হয়েছে তিনি একজন মহিলা৷ নাম এলিসা গ্র্যানাতো৷ তিনি নিজেও একজন বিজ্ঞানী৷ নিজের ইচ্ছাতেই তিনি এগিয়ে এসেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে৷ এলিসা জানিয়েছেন যে তিনি আশাবাদী এই ভ্যাকসিন খুব শীঘ্রই তৈরি করা হবে৷
দু’রকম ভাবে চলবে পরীক্ষা৷ ভ্যাকসিন পরীক্ষার অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়েছে৷ একদলের ওপর চলবে করোনার পরীক্ষা, অন্য দলটি বেছে নেওয়া হয়েছে ম্যানিনজাইটিস ভ্যাকসিনের জন্য৷ যাদের শরীরের ওপর গবেষণা চালানো হবে, তাদের রাখা হয়েছে পর্যবেক্ষণে৷