স্টাফ রিপোর্টার//কাইয়ুম খান:
বরাবরের ধারাবাহিকতা বজায় রেখে রং পেন্সিল মিডিয়া এবারের বৈশাখে প্রকাশ করল তাদের এবারের ২য় বৈশাখি মিউজিক ভিডিও “রঙে ভরা বৈশাখ”।
এ মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন শাওন তৌসিফ অরন্য। কোরিওগ্রাফি করেছেন তাসফিয়া ইসলাম মিম।
ছবি: শাওন অরন্য।
মিউজিক ভিডিও টিতে অভিনয় করেছেন বরিশালের সনামধন্য থ্রি এস ড্যান্স গ্রপের আলিফ ইসলাম,তাসফিয়া ইসলাম মিম এবং ছান্ধিয়া ইসলাম রোজা।
ছবি: শাওন অরন্য।
রং পেন্সিল মিডিয়ার পরিচালক শাওন অরন্য বলেন, আমরা সব সময় বৈশাখে দর্শকদের জন্য বিনোদনের কিছু তৈরি করি। তারা যেন বিনোদন পান তার চিন্তা করেই এবারের বৈশাখে আমরা একটু ব্যতিক্রম করেছি এবার।বৈশাখে আমরা একটা মিউজিক ভিডিও প্রকাশ করেছিলাম সেটার ব্যাপক সাড়া পাওয়ার কারনে আমরা এবারের বৈশাখি আরও একটি মিউজিক ভিডিও ” রঙে ভরা বৈশাখ” রিলিজ করেছি।
ছবি: শাওন অরন্য।
এ মিউজিক ভিডিও টি আজ ২৬ এপ্রিল (শুক্রবার ) সকাল ১০টায় রং পেন্সিল মিডিয়ায় নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং ক্যবল চ্যানেল বিটিসিএন এ পাব্লিস করা হয়।