রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। ওই টেলিভিশনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই সাংবাদিকের অবস্থা উন্নতির দিকে জানিয়ে টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, ২৬ মার্চ তার শরীরে জ্বর ধরা পড়লে তাকে ছুটিতে পাঠান হয়। এ ছাড়া তার সংস্পর্শে আসায় ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুই দিন আগে আইইডিসি আর এ নমুনা পরীক্ষা করার পর ওই সাংবাদিকের করোনা শনাক্ত হয়।
আক্রান্ত সাংবাদিক বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।
টেলিভিশনটি সব মাধ্যমের সাংবাদিককে সরকারের নিয়ম মেনে, সাবধানতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।