স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯ উদযাপিত হয়েছে আজ ২০ এপ্রিল বরিশাল রাজধানী ম্যাট্সের ক্যাম্পাসে। রাজধানী ম্যাট্সের অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্র এ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন। উদ্বোধনের পর জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
ছবি: শাওন অরন্য।
অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্রের উপস্থিতিতে র্যলীটি রাজধানী ম্যাট্সের ক্যাম্পাসের সামনে দিয়ে পুলিশ লাইন হয়ে হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
ছবি: শাওন অরন্য।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজধানী ম্যাট্সের একাডেমিক পরিচালক জনাব সুদীপ কুমার নাথ,কোর্স কো-অর্ডিনেটর মানস কুমার নাথ,ড. শুভংকর বাৈড়, ড.মাজহারুল ইসলাম,ড. আমানুল্লাহ সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
ছবি: শাওন অরন্য।
অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্র প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা সবার নিশ্চিত করা উচিৎ।
রাজধানী ম্যাট্সের একাডেমিক পরিচালক জনাব সুদীপ কুমার নাথ,কোর্স কো-অর্ডিনেটর মানস কুমার নাথ,ড. শুভংকর বাৈড়, ড.মাজহারুল ইসলাম,ড. আমানুল্লাহ বক্তব্য রাখেন এই জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ অনুষ্ঠানে।
ছবি: শাওন অরন্য।