ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির প্রধান লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের বিয়ে ঠিক হয়েছে। পাত্রীর নাম ঐশ্বরিয়া রায়। না, ইনি বলিউড সুন্দরী ঐশ্বরিয়া বচ্চন রায় নন। তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে।
জি নিউজের খবর, তেজ প্রতাপ ও ঐশ্বরিয়ার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়ি থেকেই বিষয়টি স্পষ্ট করা হয়। আগামী ১৮ এপ্রিল বাগদান পর্বের পর ১২ মে আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে তাদের।
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বরিয়া স্নাতক পাস। বর্তমানে কয়েকটি সামাজিক প্রকল্পের ওপর কাজ করছেন তিনি।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু এখন জেলে। কিন্তু ছেলে তেজের বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত তাঁর পরিবার।