বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। শনিবার রাতে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
এর আগে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।