26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশালের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশালের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল। এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২৫০০ এর বেশি ছাত্র ছাত্রী রয়েছে।শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৪০জন।এছাড়াও কর্মচারি আছে ২২জন। বর্তমানে এ কলেজে অধ্যক্ষ হিসাবে আছেন মেজর সাহিদুর রহমান মজুমদার। ১১ সদস্যবিশিষ্ট গভর্নিং বডি আছে এই প্রতিষ্ঠানটিতে।

ফাইল ছবি।

বরিশালের বিভাগীয় কমিশনার আছেন সভাপতি হিসাবে এবং কলেজ অধ্যক্ষ মেজর সাহিদুর রহমান মজুমদার আছেন সদস্য সচিব হিসাবে।

১ একর ৮ শতাংশ জমির ওপর গড়ে উঠেছে এই প্রতিস্ঠানটি। এখানে আছে ৫ তলা একটি ভবন,আরো আছে অধ্যক্ষের বাসভবন,সাইকেল ও গাড়ি গ্যারেজ। অভিভাবকদের জন্য আছে একটি অপেক্ষাগার। এখানে আছে ৭৫ টি কক্ষ,১টি গ্রন্থাগার এবং ৭টি ল্যাব। আছে ছেলেদের জন্য ২টি ও মেয়েদের জন্য ২টি কমন রুম।মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস নেয়া হয় এখানে। এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪৮টি সিসিটিভি ক্যামেরা রয়েছে।

ফাইল ছবি।

উল্লেখ্য, ২০০৭ সালে বরিশালে রাজাবাহাদুর সড়কের পাশে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটির প্রথম অধ্যক্ষ হিসেবে প্রফেসর নুরুল আমিন ১৫ এপ্রিল ২০০৭ সালে যোগদান করেন। পর্যায়ক্রমে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দেয়া হয় এবং ২০০৭–২০০৮ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেনীর ছাত্র ছাত্রীদের জন্য ভর্তির ঘোষণা করা হয়।

এর পরের বছর ২০০৮ সালে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ষষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনীর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে তৃতীয় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত এখানে ছাত্র ছাত্রী রয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০১৮ সালে শিক্ষা মন্ত্রনালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১২টি কলেজের মধ্যে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজটিকে সরকারিকরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official