এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

সর্বকালের সেরা টেস্ট একাদশে সাকিব!

একদিন আগেই ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ বানিয়ে হইচই ফেলে দিয়েছিল আইসল্যান্ড ক্রিকেট। সেই একাদশে ভারতের বর্তমান দলের সেরা ব্যাটার বিরাট কোহলিকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছিল তারা।

এবার তাদের তরফ থেকে সর্বকালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করা হলো; যেখানে অলরাউন্ডার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বিভিন্ন দেশের টেস্ট একাদশ সাজিয়ে নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে পোস্ট করছে আইসল্যান্ড ক্রিকেট। সম্প্রতি ইংল্যান্ড ও ভারতের টেস্ট একাদশ তৈরি করেছে তারা। এবার তারা সর্বকালের টেস্ট একাদশ সাজিয়েছে। তবে তাদের একাদশে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। বাংলাদেশ থেকে একমাত্র সাকিবই আছেন সেই তালিকায়।

আইসল্যান্ড ক্রিকেটের সাজানো সর্বকালের সেরা একাদশ: সুনিল গাভাস্কার (ভারত), জ্যাক হবস (ইংল্যান্ড), ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) (অধিনায়ক), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) (উইকেটকিপার), ইমরান খান (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)।

আইসল্যান্ড ক্রিকেটের সাজানো সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশ: সুনিল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড় (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বিজয় হাজারে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জসপ্রিত বুমরাহ। দ্বাদশ খেলোয়াড়: বিরাট কোহলি।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official