নিজস্ব প্রতিবেদক: বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
২৭ রমজান রোজ বুধবার কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে পোশাক বিতরণ করা হয়।
বেসরকারি প্রতিষ্ঠান গ্রামবাংলা উন্নয়ন কমিটির সার্বিক সহযোগীতায় প্রায় ১শত সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো: ফজলুল করিম ফজলু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: রিয়াজ হোসেন পিপিএম।
এ বিষয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন,,,,ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করার মধ্যে আলাদা একটা তৃপ্তি রয়েছে। এএসআই রুমা পারভীনের একক প্রচেষ্টা ও গ্রামবাংলা উন্নয়ন কমিটির সার্বিক সহযোগীতায় সমাজে পিছিয়ে থাকা শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছি। এর ফলে এই সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে আনন্দ বিরাজ করবে এবং সকলের জন্য ঈদ প্রমাণিত হবে। সবাইকে সবাইকে সহযোগিতা করে ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করবেন এটাই প্রত্যাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন,,ইন্সপেক্টর অপারেশন বিপ্লব মিস্ত্রী, এসআই আরাফাত হাসানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।