এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জাতীয় ধর্ম রাজণীতি

২১ এপ্রিলই পবিত্র শবে বরাত: ধর্ম প্রতিমন্ত্রী

পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ২১ এপ্রিল দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার বিকেলে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সিদ্ধান্তে কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

এর আগে গত ৬ এপ্রিল বৈঠকের পর জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, ওই দিন দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

এ সংক্রান্ত ঘোষণা প্রচারিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, ৬ এপ্রিলই শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে ২০ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত অনুষ্ঠিত হওয়া উচিত।

এর প্রেক্ষিতে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসানে ১০ সদস্যের কমিটি গঠন করে সরকার।

জানানো হয় এ কমিটি ১৭ এপ্রিলের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে।১৬ এপ্রিলই কমিটি তাদের সিদ্ধান্ত জানালেন।

এছাড়া পবিত্র শবে বরাত কবে, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করতে গিয়েছিলেন ১০ আলেম। আদালত তা গ্রহণ না করে, তাদের লিখিত আবেদনটি ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

একইসঙ্গে ওই আবেদন যেন ইসলামিক ফাউন্ডেশন গ্রহণ করে, সে বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেখতে বলেন আদালত।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official