গোপন সংবাদের ভিত্তিতে, নগর গোয়েন্দা বিএমপি’র এসআই (নিঃ) জুম্মান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসারবৃন্দ ০৫ এপ্রিল ২০২১খ্রিঃ রাত ২০.০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ডস্থ চাঁদমারী আহমদ বোডিং এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, বরগুনা আমতলী ৩ নং আঠারোগাছিয়া সোনাখালী ইউনিয়ন তথা বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড ব্যপ্পীষ্ট মিশন রোডস্থ সত্তার সরকারের ভাড়াটিয়া, মোঃ রুস্তম সিপাহীর ছেলে তৌহিদ সিপাহীকে ১০ (দেশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।