29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা

বরিশালে করোনায় প্রাণ নিলো ৫ জনের

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে এক জন এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আট জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

এ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫৮ এবং আইসোলেশন ওয়ার্ডে ৩৯৩ জনের মৃত্যু নিশ্চত করল হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়াও মৃত ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে, এখনও ফলাফল পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি। তবে করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এই দুই ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৫৬ জন। যার মধ্যে করোনা ওয়ার্ডে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন এবং করোনা ওয়ার্ডে তিন হাজার ৭৭৫ জন ভর্তি হয়েছেন।

যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ১১৬ জন। মোট রোগীর মধ্যে তিন হাজার ৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গেছেন কিংবা অন্যত্র রেফার্ড হয়েছেন। যার মধ্যে করোনার আক্রান্ত ছিলেন ৯২৩ জন।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official