এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা যুদ্ধ, আরও মূল্যস্ফীতির আশঙ্কা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, দুই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হবে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফ এক পর্যবেক্ষণে জানায়, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

সংস্থাটি অনুমান করছে, ২০২২ ও ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি তিন দশমিক ছয় শতাংশ বাড়তে পারে, যা ২০২১ সালের চেয়ে অনেক কম। কারণ এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক এক শতাংশ। তাছাড়া জানুয়ারিতে পূর্বাভাস দেওয়া থেকে যথাক্রমে শূন্য দশমিক আট ও শূন্য দশমিক দুই শতাংশ কম।

এদিকে বিশ্ব ব্যাংকও পূর্বাভাসের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার ইঙ্গিত দিয়েছে। বর্তমানে এটি ধারণা করছে ২০২২ সালে বিশ্ব অর্থনীতি বাড়তে পারে তিন দশমিক দুই শতাংশ।

আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়, যুদ্ধ এখনো ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে রাশিয়ার ওপর চলমান নিষেধাজ্ঞা ও মহামারির ফলে অর্থনীতি নিম্নমুখী থাকবে।

তাছাড়া যুদ্ধের ফলে রাশিয়া ও ইউক্রেনের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংস্থাটি অনুমান করছে, চলতি বছরে ইউক্রেনের অর্থনীতি ৩৫ শতাংশ সংকুচিত হতে পারে। একই সময় রাশিয়ার অর্থনীতি কমতে পারে আট দশমিক পাঁচ শতাংশ।

দেশ দুইটির মধ্যে চলা যুদ্ধের ফলে এরই মধ্যে জ্বালানিসহ নিত্য পণ্যের দাম বেড়ে গেছে। দেখা দিয়েছে সরবরাহ সংকট। আশঙ্কা করা হচ্ছে মূল্যস্ফীতি আরও বাড়বে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে।

আইএমএফ জানায়, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে তীব্র বাধার সৃষ্টি করবে এই যুদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে মূল্যস্ফীতিকে আরও বাড়াবে।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official