চাঁদপুর হাসপাতাল থেকে করোনা রোগীটা পালাইয়া ফরিদগঞ্জ গেছে আবার পুলিশ তাকে খুজে এনে পুনরায় হাসপাতাল ভর্তি করিয়েছে।
শুধু এই টুকুই নয় এই রোগী ঢাকা থাকা অবস্থায় সে করোনা আক্রান্ত হওয়ার পর এই বেকুব রোগীটা বহুত ঘটনা ঘটাইছে‘ কে জানে নতুন করে কত জনকে সে করোনা ভাইরাস উপহার দিয়া আইছে।
রোগীটা কে বেকুব বললাম এই কারনে যে আমি ইতিমধ্যে জানতে পারলাম এই রোগীটা ঢাকায় করোনা পরীক্ষা করার পর সেখানে জানতে পারছে তার করোনা পজিটিভ
এবং সে হোম ট্রিটমেন্ট এ ছিল।
সে খান থেকে পালিয়ে সে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে আসছে । ঢাকা থেকে করোনা নিয়া আসার কারনে তাকে বাসায়/বাড়িতে থাকতে দেয় নাই।
সে আবার চাঁদপুর হাসপাতালে এসে ডাক্তারকে তার রিপোর্ট দেখায় , ডাক্তার তাকে ভর্তির ব্যবস্থা করার জন্য ওয়ার্ড বয়ের সাথে পাঠায়। আইসোলেশান এ থাকা রোগীদের দেইখা এই বেকুব আবার পালাইয়া যায় তার গ্রামে সাফুয়া যায়। অনেক খোঁজাখুঁজি র পর পুলিশ তাকে ইতিমধ্যে পুনরায় হাসপাতালে দেয়।
তার ঢাকা টু ফরিদগঞ্জ- ফরিদগঞ্জ টু চাঁদপুর- চাঁদপুর টু ফরিদগঞ্জ- ফরিদগঞ্জ টু চাদপুর ।
যাহারা রাস্তা ঘাটে ঘুরতাছেন দেখুন তো এত লম্বা পালাপালিতে বেকুব ইব্রাহিম কোথায় কোথায় করোনা ভাইরাস রাইখা গেছে নতুন করে কত জনের শরীরে করোনা উপহার দিলো ?