29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম ধর্ম

কোন দেশে রোজার সময় সবচেয়ে কম

রমজান প্রতিটি মুসলমানের আত্মশুদ্ধির মাস। সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার এবং যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থাকার নাম রোজা। বিশ্বের সব দেশের মানুষ একই নিয়মে রোজা রাখেন। তবে কোনো কোনো দেশে বেশি সময়, আবার কোনো কোনো দেশে কম সময় রোজা রাখতে হয়।

 

প্রাকৃতিকভাবে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন স্থানে ও দেশে রোজা রাখার সময় কম-বেশি হয়। ভৌগলিক অবস্থানের ভিত্তিতেই এ সময় নির্ধারিত হয়। তাই তো দেখা যায়, কোথাও রোজা ২২ ঘণ্টা, আবার কোথাও রোজা ১০ ঘণ্টারও কম।

 

roza-cover-(2)

 

কম সময়ের রোজা: নিম্নলিখিত দেশ বা স্থানসমূহে সবচেয়ে কম সময় রোজা পালিত হয়-

১. আর্জেন্টিনার উশহুইয়ায় ১১ ঘণ্টা

২. অস্ট্রেলিয়ায় ১১ ঘণ্টা

৩. চিলির সান্টিয়াগো শহরে ১২ ঘণ্টা ৪ মিনিট

৪. ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১২ ঘণ্টা ২৮ মিনিট

৫. দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ১২ ঘণ্টা ৪ মিনিট

৬. তানজানিয়ার দারুস সালামে ১৩ ঘণ্টা ৫ মিনিট

৭. কেনিয়ার নাইরোবি শহরে ১৩ ঘণ্টা ১৭ মিনিট

৮. ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ১৩ ঘণ্টা ৪৪ মিনিট

৯. ভারতের দিল্লিতে ১৪ ঘণ্টা ৫১ মিনিট

১০. আমেরিকার মিয়ামিতে ১৪ ঘণ্টা ২৫ মিনিট

১১. ভারতের হায়দরাবাদে ১৪ ঘণ্টা ৯ মিনিট

১২. ইয়েমেনের সানায় ১৪ ঘণ্টা ৫ মিনিট

১৩. ওমানের মাসকাটে ১৪ ঘণ্টা ৩৩ মিনিট

১৪. সৌদি আরবের রিয়াদে ১৪ ঘণ্টা ৩৭ মিনিট।

 

roza-cover

 

তবে ঋতুর পরিবর্তনের সাথে সাথে সময়ের কিছুটা তারতম্য হতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় সময়ই গ্রহণযোগ্য। কেননা সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়।

সম্পর্কিত পোস্ট

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

গর্ভবতী নারীর রোজার মাসয়ালা

banglarmukh official

তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

banglarmukh official

রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে?

banglarmukh official

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

banglarmukh official

শাবান মাসে কত তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে

banglarmukh official