এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল বরিশাল রাজণীতি

চাচাকে বিজয়ী করতে মাঠে নামার ঘোষণা মেয়র সাদিক আব্দুল্লাহর

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পাওয়া আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে ভোটে বিজয়ী করতে তার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নৌকার মনোনয়ন বঞ্চিত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকা থেকে ভার্চুয়ালি বরিশালে তার বাসভবন কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে যুক্ত হয়ে তার সমর্থিত মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সভা করেন।

সাদিক আব্দুল্লাহ ওই সভায় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার চাচাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অতএব এমন কেউ কোনো কাজ করবেন না যাতে আমাদের বদনাম হয় বা তৃতীয় পক্ষ ফায়দা নেতে পারে। অনেক লোক লাফালাফি করছে এবং করবে- ওটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। মনে রাখতে হবে যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি আমার আপন চাচা হন। কেউ মনঃক্ষুণ্ণ হবেন না। রাজনীতি একদিনের না। নমিনেশন পাইছে আমার চাচা, আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান। এখানে কাউকে সুযোগ দেওয়া যাবে না। শান্ত বরিশালকে শান্ত রাখতে হবে। অশান্ত করার কোনো সুযোগ নাই।

সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাদিক আব্দুল্লাহ বলেন, নৌকাকে জয় লাভ করাতে হবে। আপনারা সবাই মেসেজটা ৩০টি ওয়ার্ডে পৌঁছে দিবেন। এখানে আমার চাচাকে নির্বাচিত করতে যা যা করা দরকার তাই করবো। সবাইকে মাথায় রাখতে হবে সামনে সংসদ নির্বাচন। নেত্রীর জন্য রাজনীতি করি নেত্রী যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিয়েছি। এখানে কোনো দ্বিধা দ্বন্দ নাই। আমরা নির্বাচন উঠিয়ে দেবো। এর বাইরে কোনো রাস্তা নেই।

সভায় মহানগরে আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, সভানেত্রী বরিশালের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সবাই মিলে তা বাস্তবায়ন করবো।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ফেসবুক পেজে ৬ মিনিট ১১ সেকেন্ডের ওই লাইভে দেখা যায় সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, গাজী নইমুল হোসেন লিটু, আফজালুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official