ঝালকাঠিতে করোনা সংক্রমণ মোকাবেলায় মাঠেঘাটে ছুটে বেড়ানো ১৫ জন সাংবাদিককে পিপিই দিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বুধবার দুপুরে পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন। জেলায় এই প্রথম সাংবাদিকদের কেউ পিপিই প্রদান করলো। ঝুঁকিপূর্ণ কাজে সাংবাদিকরাই মানুষের কাছে যায়, তাই তাদের পিপিই প্রয়োজন ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার। পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান। পিপিই পেয়ে সাংবাদিকরা পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।