নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশন এর বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে |
গতকাল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায়,বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রমযান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও করোনার প্রাদুর্ভাব রুখতে বাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজ নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর এলাকার ফরচুন সু হাউসে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার না হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল নগরীর চকবাজার ও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সার্বিক ব্যাবস্থাপনায় করোনা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন কর্মীরা | ইতোপূর্বে বিসিসি মেয়র সেরনিবাত সাদিক আব্দুল্লাহ প্রায় অর্ধলক্ষাধিক পরিবারের ঘরে প্রধানমন্ত্রীর উপহার (ত্রান সামগ্রী) পৌছে দেন | প্রতিদিন ৪২০০০ লিটার জীবানুনাশক স্প্রে করা হয় বরিশাল নগরীর রাস্তায় | করোনা দুর্যোগের পর যেন ডেঙ্গু আক্রমন করতে না পারে তার জন্য চলছে মশা নিধন কার্যক্রম |
বিসিসি মেয়র বলেন, করোনা মোকাবিলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে |