স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:
বরিশালে পানির বদলে এসিড পান করে সাড়ে তিন বছর বয়সী শাহরিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের একটি গ্যারেজে এই ঘটনা ঘটে।
মৃত শাহরিয়ারের পিতার নাম সিদ্দিকুর রহমান। তিনি বিদেশে থাকেন।
মৃত ওই শিশুটির বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। স্থানীয়রা জানিয়েছেন, চাচা মিজানের বাসায় বেড়াতে এসেছিলেন শাহরিয়ার। দুপুরের খাবার খাওয়ার সময় পানি চাইলে মা তাকে বোতলের পানি দেয়। অনেকগুলো বোতল এক জায়গায় রাখা থাকায় তার মা জানতো না কোনটি পানির আর কোনটি অটো রিকশার ব্যাটারীর এসিড।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই ফরিদ জানান, বাসার পাশে থাকা একটি গাড়ির গ্যারেজে রাখা ব্যাটারীর এসিড পানি ভেবে পান করে শিশু শাহরিয়া। এতে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ফলে ওই বোতলের পানি পান করার পর শাহরিয়ারের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। প্রসঙ্গত মৃত শাহরিয়ারের পিতা বিদেশ থাকেন। তার চাচা মিজান অটোর গ্যারেজ চালান। সেই গ্যারেজে রাখা ব্যাটারীর এসিড পানি ভেবে পান করানোয় মৃত্যু হয় সাড়ে তিন বছরের শাহরিয়ারের।