স্টাফ রিপোর্টার: কাইয়ুম খান
দিনে দিনে নদীর ভাঙন বেড়েই চলছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায়। নদীর ভাঙন পতিরোধের প্রকল্প ব্যবস্থা শুরু হয়ছে সোমবার থেকে।
৮ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চর কাউয়া ও চর আইচায় মোট ৬৫০ মিটার এলাকায় ৯০ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সেমি প্রটেকশন বাধ নির্মাণ করা হবে। চরকাউয়া নদী ভাঙন রোধে সংগ্রাম কমিটির আহবায়ক ও বরিশাল জেলা পরিশোধের সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম অলি জিও ব্যাগ ফেলে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ,সংগ্রাম কমিটি ও উন্নয়ন পরিশোধের সদস্য সচিব মানিক মৃধা, ঠিকাদার চুন্নু মিয়া, মৌলভী নুর ইসলাম, কেরামত আলি হাওলাদার, কাওছার হোসেন,মনির মোল্লা, কামাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।