28 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল বরিশাল

পবিত্র ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আজ (১০ এপ্রিল) সকাল ১১ টায় পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত।

সভায় সভাপতি মহোদয়, পরিবহন ও ট্রাফিক
ব্যবস্থা, সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবা ও অতিরিক্ত ভাড়া আদায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সার্বিক যানজট নিরসন, মেডিকেল টিম প্রস্তুত রাখা, ব্যাংকিং সেবা , বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থান, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন, বৈশাখী মেলা উদযাপন ও শোভাযাত্রা, পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ার ও যাত্রী সেবা নিশ্চিত করা সহ সম্ভাব্য সকল বিষয়ে সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার
ডিবি জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মােঃ আলী আশরাফ
ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, এস এম তানভীর আরাফাত
পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, সিভিল সার্জন বরিশাল প্রতিনিধি, র‍্যাব-০৮ বরিশাল প্রতিনিধি, বিসিসি বরিশাল প্রতিনিধি, গণমাধ্যম, বাংলাদেশ ব্যাংক বরিশাল প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ, নৌ-পুলিশ বরিশাল প্রতিনিধি, এনএসআই বরিশাল প্রতিনিধি, নৌ-নিরাপত্তা বিআই ডব্লিউ টি এ বরিশাল প্রতিনিধি বিআর টি এ বরিশাল প্রতিনিধি, ফায়ার সার্ভিস, বরিশাল প্রতিনিধি, সোনালী ব্যাংক বরিশাল প্রতিনিধি, কোষ্ট গার্ড বরিশাল প্রতিনিধি, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বরিশাল প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিনিধি, ইসলামি ব্যাংক বরিশাল প্রতিনিধি, ডাচ-বাংলা ব্যাংক বরিশাল প্রতিনিধি, ওজোপাডিকো বরিশাল প্রতিনিধি জেলা কালচারাল কর্মকর্তা, শিল্পকলা একাডেমি, বরিশাল প্রতিনিধি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, শিশু একাডেমি, বরিশাল প্রতিনিধি চারুকলা, বরিশাল প্রতিনিধি, উদীচি শিল্প গোষ্ঠী বরিশাল প্রতিনিধি, সভাপতি ইমাম সমিতি বরিশাল, লঞ্চ মালিক সমিতি বরিশাল, লঞ্চ শ্রমিক সমিতি বরিশাল, বাস মালিক সমিতি নথুল্লাবাদ বরিশাল, সেক্রেটারী, বাস মালিক সমিতি নথুল্লাবাদ, বরিশাল বাস মালিক সমিতি রূপাতলী বরিশাল সেক্রেটারী, বাস মালিক সমিতি, রূপাতলী, বাস মালিক সমিতি চর কাউয়া বরিশাল, বাস শ্রমিক সমিতি রূপাতলী বরিশাল, সেক্রেটারী বাস শ্রমিক সমিতি রূপাতলী, বাস শ্রমিক সমিতি নথুল্লাবাদ, চকবাজার, গীর্জামহল্লা, মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতি বরিশাল, বরিশাল, থ্রি হুইলার, মাহেন্দ্র মালিক সমিতি, বরিশাল সহ সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official