বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে করোনা ইউনিটে মারা যান ওই নারী। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন মুঠোফোনে জানান, প্রায় দু’সপ্তাহ আগে ওই নারী মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ১১ দিন আগে ছেলেসন্তান জন্ম দেন। এরপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। পরে রক্তক্ষরণ দেখা দেয়ায় ২৫ এপ্রিল তাকে আবার মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গত ২৬ এপ্রিল তাকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। সেখানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখে ২৮ এপ্রিল তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
পরিচালক ডা. এস এম বাকির হোসেন আরও জানান, বুধবার সকাল থেকে ওই নারীর স্বাস্থ্যের অবনতি ঘটে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।’