বরিশালের গৌরনদীতে ‘গোখরা’ সাপের দংশনে এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে সাপটিকেও মেরে ফেলেন ওই যুবক। সোমবার বিকালে উপজেলার চন্দ্রহার গ্রামে এ ঘটনা ঘটে বলে যুবকের চাচা জানিয়েছেন।
মৃত রাজু সর্দার (২২) চন্দ্রহার গ্রামের আহমেদ সর্দারের ছেলে। রাজুর চাচা হানিফ সর্দার বলেন, পেশায় ভ্যান চালক রাজু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাজুর ভাই মিন্টুর স্ত্রী ঘরে একটি ‘গোখরা’ সাপ দেখে চিৎকার দেন। তখন রাজু লাঠি নিয়ে তাড়া করলে সাপটি একটি গর্তে ঢুকে যায়।
হানিফ বলেন, এরপর রাজু গর্ত খুঁড়ে সাপ বের করেন। সাপটি ফনা তুললে রাজু ধরে ফেলেন। তখন সাপটি রাজুর হাতে চার/পাঁচবার দংশন করে। এক পর্যায়ে রাজু সাপটিকে আছাড়ে ফেলে।
তখন সাপটি আবার তেড়ে গেলে রাজু পাশে থাকা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। হানিফ বলেন, এরপর রাজু অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।