বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহর বিরুদ্ধে ত্রাণ বিতরণের লিস্টে নাম দেওয়ার কথা বলে ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।যা সম্পুর্ন ভিত্তিহীন এবং বানোয়াট |
উপরক্ত অভিযোগের নেই কোন প্রমান | কিছু কুচক্রীমহল ছাত্রলীগ নেতাকে বিব্রান্ত করার জন্য এমন অপচেষ্টা চালাচ্ছে |
বাংলার মুখ ২৪. কম এর প্রতিবেদক অনুসন্ধান করে জানতে পারে যে বেশ কিছুদিন ধরে একটি ফেক আইডি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছাত্রলীগ নেতা জিন্নাহর নামে অপপ্রচার চালায় | উক্ত ফেক আইডির পোষ্ট এর উপর ভিত্তি করে কয়েকটি অনলাইন পত্রিকায় একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে |
ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আবদুল্লাহ জিন্নাহর বলেন এটি একটি ষড়যন্ত্র। তাকে নিয়ে তার বিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি একা ত্রাণের কোন কার্যক্রম চালাননি। এ কার্যক্রমে তার সাথে সব সময়ই লোকজন ছিলো। তিনি আরও বলেন, আমাকে নিয়ে অপপ্রচারের বিষয়টি নিয়ে অবগত রয়েছি। কিন্তু কারা এ অপপ্রচার চালাচ্ছে তা চিহ্নিত করতে পারিনি। তবে আগামীকাল বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানান তিনি।