স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:
‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এই শ্লোগান নিয়ে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেনারেল হাসপাতালের আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, জেনারেল হাসপাতালে আবাসিক সার্জন ডা. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা র্যালিতে অংশগ্রহণ করেন।
বুধবার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক দপ্তর চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৫ দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারি এবং বেসরকারী উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে স্বাস্থ্য সেবা সপ্তাহ।
আগামী ২০ এপ্রিল বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা সপ্তাহের কর্মসূচি সমাপ্ত হবে।