এপির বরিশাল বিভাগীয় সমাবেশে আসতে রাজী না হওয়ায় বরিশাল কলেজ ছাত্রকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে ছাত্রদলের কয়েকজন সমার্থক। গতকাল নগরীর হাটখোলা স্বরুব আলী সড়কে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত ছাত্র নাইম খান (১৯) কে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত সূত্রে জানা গেছে, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগা মাঠে মহানগরের সভাপতি মজিবুর রহমান সরয়ারের সভাপতিত্বে গতকাল ৩টায় বিভাগীয় সমাবেশ শুরু হয়। অনুষ্ঠিত এ সভায় নগরীর হাটখোলা স্বরুব আলী সড়ক এলাকার ছাত্রদল সমার্থক খয়েস, তমাল, সুজন ওরফে আলবির ও রানাসহ ৮/৯ জন স্থানীয় বাচ্চু শিকদারের ছেলে নাঈম (বরিশাল কলেজ’র অর্নাস ১ম বষের ছাত্র) কে ওই সমাবেশে যোগদান করার আহবান জানায়। নাঈম রাজী না হলে ওই ছাত্রদলের কর্মীরা তাকে জোর করে। সমাবেশে যোগদান করতে অস্বীকার করার অপরাধে ওই ছাত্রদলের কর্মীরা নাঈম কে লাঠি দিয়ে পিটায়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নাঈমের মা জানান, এঘটনার অনূকুলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।